ভর্তি প্রক্রিয়া

 

ডিপ্লোমা ইন ফাইন আর্টস প্রোগ্রাম/ সমমান এ ছাত্র/ছাত্রীদের ভর্তির নিয়মাবলী – ২০১৯ ইং


চারুকলা শিক্ষক নিয়োগ প্রফেশনাল কোর্স ‘‘ডিপ্লোমা ইন ফাইন আর্টস প্রোগ্রাম/সমমান (D.F.A)’’ এ (০৪র্থ ব্যাচে) ০১ বছর মেয়াদী কোর্সটি সম্পূর্ণ করলেই শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র, ২০১৮ সালের নীতিমালা ও পত্রিকায় সংবাদ অনুযায়ী বিনা নিবন্ধনে আপনার এলাকায় স্কুল/কলেজ এ চারু কারুকলা শিক্ষক/প্রভাষক পদে চাকুরী নিশ্চিত করুন- কোর্স ফি- ৫০,৩০০/- (পঞ্চাশ হাজার তিনশত টাকা মাত্র) যা কিস্তিতে পরিশোধ করতে পারবেন। ফোন দিন- 01799888933// 01813599871 ( আসন সংখ্যা সীমিত)  ভর্তি শুরু জানুয়ারি, ৩০ থেকে- ১৫ ফেব্রুয়ারি , ২০১৯ ইং পর্যন্ত ভর্তি হওয়া যাবে। 
শিক্ষাগত যোগ্যতাঃ নুন্যতম স্নাতক/অনার্স সমমান পাশ । ভর্তি হতে সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি, ০৪ কপি পাসপোর্ট সাইজ ছবি। জাতীয় পরিপত্রের ফটোকপি সহ নিম্ন ঠিকানায় সরাসরি যোগাযোগ করুন।