আমাদের সম্পর্কে



পরিচালকের বাণীঃ-

বিসমিল্লাহির রাহমানির রাহিম। সিটি ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট পরিচালিত বাংলাদেশের একমাত্র চারুকলা ডিপ্লোমা ট্রেনিং ইন্সটিটিউট বর্তমান কোর্স সমূহ শিক্ষক নিয়োগ প্রফেশনাল কোর্স সমূহ (১) ডিপ্লোমা ইন ফাইন আর্টস প্রোগ্রাম/সমমান (২) ডিপ্লোমা ইন মিউজিক প্রোগ্রাম/সমমান (৩) জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা/সমমান   শিক্ষা, প্রশিক্ষণ, শিল্প, সংস্কৃতির ধারায় দক্ষ শিক্ষক তৈরি করার লক্ষ্যে ২০১৫ ইং সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্ব মেধা সম্পদ সংস্থা (WIPO) সুইজারল্যান্ড এর অনুমোদনক্রমে চারুকলা ডিপ্লোমা ট্রেনিং ইন্সটিটিউট প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় । বাংলাদেশ সরকারের শিক্ষক নিয়োগ পরিপত্র অনুয়াযী চারু কারুকলা শিক্ষক/ সংগীত শিক্ষক/শারীরিক-ক্রীড়া নিয়োগ প্রফেশনাল কোর্স পরিচালনাকারী হিসেবে স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠানটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক/শিক্ষিকা দ্বারা পরিচালিত হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত রূপকল্প- ২০২১ ও রূপকল্প- ২০৪১ বাস্তবায়িত হয়ে বেকারমুক্ত স্বনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠবে এ আশাবাদ ব্যক্ত করছি। শিল্প ও নতুন চিন্তাধারার অনুধাবন করা আমাদের প্রধান লক্ষ্য এবং মতাদর্শ।

প্রভাষক সোহেল মন্ডল(এম,সি,এ, সি,এস,ই ডিপ্লোমা)
                    পরিচালক
চারুকলা ডিপ্লোমা ট্রেনিং ইন্সটিটিউট

সহকারী পরিচালকের বাণীঃ-

বিদ্যা অর্জন ও জ্ঞান বিতরণ দুই’ই মহান ব্রত। বিদ্যার্জনের জন্য প্রয়োজন একটি অনন্য বিদ্যাপীঠ যেখানে সূশৃঙ্খল নিয়মনীতি, সঠিক পরিচর্যা, আধুনিক ও যুগোপযোগী জ্ঞানর্জনের পরিকল্পিত ও সুনিয়ন্ত্রিত পদ্ধতি বা ব্যবস্থা করা। চারুকলা ডিপ্লোমা ট্রেনিং ইন্সটিটিউট বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটিতে শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তিগত দিক থেকে বহুল প্রসার লাভ ঘটেছে ও তা অব্যাহত রয়েছে, আমাদের অনলাইন দ্বারা ছাত্র ভর্তি, ছাত্র/ছাত্রীর সকল তথ্য রেজাল্ট ও ইন্টারনেট ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে । লেখাপড়ার পাশাপাশি প্রশিক্ষণার্থীদের বইপড়া, চিত্রাঙ্কন, নৃত্য, সঙ্গীতচর্চা, বিতর্ক প্রতিযোগিতা, আবৃতি, খেলাধুলা, কম্পিউটার প্রতিযোগিতা, সকল পাঠ্য বিষয়ে সিলেবাস অনুযায়ী সাপ্তাহিক বিশেষ ক্লাস, সাপ্তাহিক/ মাসিক পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে । দুরের ছাত্র/ছাত্রীদের প্রশিক্ষণ গ্রহন করার সুব্যবস্থা রয়েছে। কৃতজ্ঞ চিত্তে আমরা সকলের দোয়া প্রার্থী । যোগ্যতম পরিচালনা পর্ষদ, জ্ঞানীগুনী অভিভাবক ও ছাত্র/ছাত্রীদের সৃষ্টিধর্মী কর্মকাণ্ড এবং সহায়তায় প্রতিষ্ঠানটি আগামী দিনে চারু ও কারুকলা/সংগীত/শারীরিক-ক্রীড়া শিক্ষক তৈরি বহুমুখী  শিক্ষা, প্রশিক্ষণ প্রসারে আদর্শ বিদ্যাপীঠ হিসাবে সাফল্য অর্জন অব্যাহত রাখবে।

প্রভাষক ফারজিন আকতার জেরিন (বি,এ অনার্স)
           সহকারী পরিচালক
চারুকলা ডিপ্লোমা ট্রেনিং ইন্সটিটিউট

অধ্যক্ষের বাণীঃ-                                                                    


শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন দেশ বা জাতির উন্নয়ন সম্ভব নয়। যে শিক্ষার মাধ্যমে দেশ বা জাতি উন্নতির চরম শিখরে আরোহণ করে, সে শিক্ষা অবশ্যই বাস্তবতার সাথে সমন্বিত জ্ঞান সমৃদ্ধ হতে হবে। আমরা জানি, শিক্ষার প্রধান উদ্দেশ্যই হচ্ছে ব্যক্তির কাঙ্খিত আচরণিক পরিবর্তন ঘটানো। কোন ব্যক্তি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেও অশিক্ষিত থাকবে, যদি তার আচরণিক পরিবর্তন না ঘটে। বিদ্যা ও বুদ্ধি শব্দদ্বয় একে অপরের সাথে সম্পর্কিত। কোন ব্যক্তি বিদ্বান হয়েও বুদ্ধিমান নাও হতে পারে। কাজেই শিক্ষার আসল উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের পরবর্তী প্রজন্ম সুশিক্ষিত হবে।এই প্রতিষ্ঠানটি ২১ শতকের আধুনিক বিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ নতুন চারু ও কারুকলা/সংগীত/শারীরিক-ক্রীড়া শিক্ষকদের মধ্যে সৃষ্টিশীল বুদ্ধিমত্তা সৃষ্টি হবে এবং দেশের বেকার সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখবে।
অধ্যাপক ভোলানাথ পাল (এম,কম,সিএ,সিসি)
          অধ্যক্ষ
চারুকলা ডিপ্লোমা ট্রেনিং ইন্সটিটিউট