মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার আঁকা ছবি
চারু ও কারুকলা শিক্ষক নিয়োগ প্রফেশনাল কোর্স শেয়ার করুনঃ-
সম্প্রতি স্কুল গুলোতে চারুকলা বিষয়ে সহকারি শিক্ষক নিয়োগের জন্য শিক্ষা মন্তণালয় কর্তৃক নীতিমালা জারি হয়েছে সুতরাং চারুকলা শিক্ষক পদে নিয়োগ নিশ্চিত। আপনি স্নাতক/সমমান পাশের পর ১ বছর মেয়াদী ডিপ্লোমা্ ইন ফাইন আর্টস/ সমমান কোর্স থাকলে আপনি চারুকলা বিষয়ে সহকারি শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবেন। ০১ বছর মেয়াদী চারুকলা কোর্সের সকল সুবিধা আমরা দিচ্ছি। ০১ বছর মেয়াদী কোর্সটি সম্পূর্ণ করলেই শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র, ২০১৮ সালের নীতিমালা ও পত্রিকায় সংবাদ অনুযায়ী নিবন্ধনে আপনার এলাকায় স্কুল/কলেজ এ চারু কারুকলা শিক্ষক/প্রভাষক পদে চাকুরী নিশ্চিত করুন- কোর্স ফি- ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা মাত্র) ভর্তি হতে নিম্ন ঠিকানায় সরাসরি যোগাযোগ করুনঃ-শিক্ষাগত যোগ্যতাঃ নুন্যতম স্নাতক/অনার্স সমমান পাশ । ফোন দিন- 01799888933// 01813599871 ( আসন সংখ্যা সীমিত) ভর্তি,প্রশিক্ষণ ও পরীক্ষা কেন্দ্র, চারুকলা ডিপ্লোমা ট্রেনিং ইন্সটিটিউট, কাটনারপাড়া, পলাশ ক্লিনিক সংলগ্ন, ৩ নং ওয়ার্ড, বগুড়া।
চারুকলা শিক্ষক নিয়োগ পরিপত্র এর লিংক
26/11/2013 তারিখের এ পরিপত্র পাবেন
http://old.moedu.gov.bd/index.php?option=com_content&task=view&id=407&Itemid=405
একাত্তরের মার্চে বাংলা চারু ও কারু শিল্পী সংগ্রাম পরিষদের মিছিল